রংপুর

ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ক্যাম্পেইনের উদ্বোধন

  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 4 October 2020 , 6:25:15 প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ক্যাম্পেইনের উদ্বোধন

‘ভিটামিন এ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান’এপ্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ৯টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’
প্লাস ক্যাম্পেইনে শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলাপ্রশাসক মো. নূরকুতুবুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল,অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন, সদর থানার ওসি তানভিরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা গণ।

জেলার সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ৬ থেকে ১১ মাস শিশুর জন্য নিল রং এর ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর জন্য লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এছাড়াও ভিটামিন ‘এ’ দেহের
স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যু ঝুঁকিও কমায়। উল্লেখ্য যে, জেলার পাঁচ উপজেলা, তিন পৌরসভার, ১৬৮টি ওয়ার্ডে ছয় থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৯৮৪ জন শিশুকে এক হাজার ৩৮২টি টিকাদান কেন্দ্র থেকে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত দুই সপ্তাহ ব্যাপী এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর এই কর্মসূচি সফল করতে সুপারভাইজার হিসেবে নিয়োজিত আছেন ২৩৪ জন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।