মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 17 September 2020 , 8:53:40 প্রিন্ট সংস্করণ
জীনের বাদশা এযেন এক আতঙ্ক, নীলফামারী জেলা পুলিশের ততপরতা একের পর এক গ্রেফতার হচ্ছে।
তেমনি ভাবে ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে প্রতারনার মাধ্যমে মানুষকে ঠকিয়ে নেওয়া কুখ্যাত জ্বীনের বাদশা সাইফুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজ চৌধুরী প্রদ্বীপকে (২৭) গ্রেফতার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। মাহফুজ ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চৌধুরী পাড়ার সাখাওয়াত হোসেন চৌধুরী ওরফে দেলোয়ার হোসেন এলাইচ চৌধুরী দিলুর ছেলে।
ডোমার থানা সূত্রে জানাযায়, শেরে বাংলা নগর থানার সাইবার ট্রাইবুনাল মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাহফুজ চৌধুরী প্রদ্বীপ পলাতক ছিলেন।
বৃহষ্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্ত্বিতে ডোমার থানা এএসআই ফারুক হোসেন, শাকিল আহমেদ, গোলাম মোস্তফা, মঞ্জুরুল হোসাইন অভিযান চালিয়ে ডোমারের আজিজার মিয়া হাট এলাকায় তাকে গ্রেফতার করে। সেই সময়ে সাইফুল পালিয়ে যায়।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।