সারাদেশ

ডোমারে দুস্থ্য ও এতিমদের মাঝে রুপালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

  নীলফামারী প্রতিনিধি 13 January 2021 , 6:48:45 প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকালে রুপালী ব্যাংক লিমিটেড শীতার্তদের মাঝে এইসব শীতবস্ত্র বিতরন করেন।

মঙ্গলবার বিকালে উপজেলার পাঙ্গা-মটুকপুর ইউনিয়নের পাঙ্গাচৌপতি নামক স্থানে রুপালী ব্যাংক লিমিটেড এর আয়োজনে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম।

রুপালি ব্যাংক রংপুর বিভাগীয় জিএম মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সময় সহকারী কমিশনার(ভুমি)মোঃ মনোয়ার হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,ব্যাংকের ডিজিএম আবদুল্লাহ আল মাহমুদ, রপালী ব্যাংক রংপুর সেন্ট্রাল রোড শাখার ম্যানেজার মোঃ আতিকুজ্জামান,পাঙ্গা-মটুকপুর ইউনিয়ন চেয়ারম্যান হক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০০ জন দুস্থ ও এতিমদের মাঝে কম্বল বিতরন করা হয় বলে ব্যাংক কর্মকর্তা আতিকুজ্জামান জানিয়েছেন।

আরও খবর

Sponsered content