মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ 25 August 2020 , 5:13:06 প্রিন্ট সংস্করণ
নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিনিধি সম্মেলন লন্ড ভন্ড হয়ে গেছে। সোমবার বিকেল ৩টার দিকে নাট্য সমিতি মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনের স্থানে ঘটনাটি ঘটে। নীলফামারী জেলা যুবদল সম্মেলনটির আয়োজন করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি রুহুল আমিন আকিল সহ অন্যান্য অতিথি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ডোমার উপজেলা ও পৌরসভার কমিটিকে ভুয়া কমিটি বলে স্লোগান দিতে শুরু করে একাংশ। অতিথিরা মঞ্চে প্রবেশ করলে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারিও হয়। এতে প্রায় ১৫ জন আহত হলে কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান শেষ করে চলে যায়।