নীলফামারী

ড.আসাদুর রহমান কলেজ পরিদর্শনে এম.পি আদেল

  সামসুজ্জামান সুমনঃ 30 January 2023 , 7:56:04 প্রিন্ট সংস্করণ

নীলফামারীর কিশোরগঞ্জে রোববার দুপুর ২টায় ড.আসাদুর রহমান কলেজ পরিদর্শন করলেন নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর
রহমান আদেল। তিনি কলেজের বিভিন্ন উন্নয়ন মুলক এবং শিক্ষারমান কি ভাবে উন্নতিকরা যায় এ বিষয় নিয়ে শিক্ষকদের সাথে কথাবলেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং অত্র
কলেজের গভার্নিং বডির সভাপতি ড. মেহেজেবুন্নেছা রহমান টুম্মা, এমপি আদেলের সহধর্মীনী ব্যারিষ্টার সারাশাওলিন দিশা,এমপির পিএস রায়হানুল আহসান রমি, কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান শাহ,প্রভাষক সুনিল সরকার, প্রভাষক আব্দুর রাজ্জাক শাহ, নিরঞ্জন রায় নিমু,পল্টন কর্মকার,আনিছ প্রমানিক প্রমুখ। পরে তিনি মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ভবন উদ্বোধন করেন। উদ্বোধনী শেষে মাগুড়া মাঠে সাংস্কৃতি অনুষ্ঠান ও অভিভাবক সমাবেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আব্দুল কুদ্দুছসহ অন্যান্য সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content