শিপুল ইসলাম শিকরঃ 20 September 2020 , 7:35:54 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও আরেকটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের শূন্য পদে আগামী ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে তারাগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নিবার্চন কমিশনের অনুমোদনক্রমে উপনির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল কাদের সবুজ চৌধুরী ও সয়ার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলমের মৃত্যুর কারণে পদ দুটি শূন্য হয়ে যায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন বলেন, নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে শূন্য হওয়া ওই পদে উপনির্বাচনের তফশীল ঘোষণাসহ নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর। প্রার্থী প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর। ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
ইউএনও আমিনুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসন নির্বাচন কর্মকর্তার কার্যালয়কে সহায়তা করবে। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।