সারাদেশ

তারাগঞ্জে অজ্ঞাত অর্ধ গলিত লাশ উদ্ধার

  সিরাজুল ইসলাম বিজয়ঃ 28 August 2020 , 8:43:43 প্রিন্ট সংস্করণ

উদ্ধার uddhar Rescue আত্মহত্যা Suicide অপমৃত্যু attohotta bish pan 20 বিষ Poison

রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী নদী থেকে অজ্ঞাত অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই লাশ ফেলে রেখেছে।
আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের মুচিপাড়া গ্রামের চিকলী নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ওসি ইসমাইল হোসেন জানান, নদীতে অর্ধ গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন গ্রামের লোকজন। এরপর লাশ উদ্ধার করে পুলিশ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।