রংপুরের তারাগঞ্জে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আশরাফুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম উপজেলার ইকরচালী ইউনিয়নের চরকডাঙ্গা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আশরাফুল গত ২৯ শে জানুয়ারি নিজ বাড়ি থেকে ফুপুর বাড়ি যাওয়ার পথে রাস্তায় ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে অপহরণের পর জোরপূর্বক ধর্ষণ করে। কিন্তু তার চিৎকারে এলাকাবাসী টের পেলে ধর্ষক আশরাফুল ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। গত বুধবার সকাল ৯ টায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় অপহরণ ও নারী শিশু নির্যাতন দমন আইন ৭/৯ (১) ধারায় মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুর ১২ টার সময় চরকডাঙ্গা এলাকা থেকে আসামী আশরাফুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, ছেলে ও মেয়ের মধ্যে দির্ঘদীন ধরে প্রেমের সম্পর্ক আমি জেনে এসেছি, বেশ কয়েক বার এ ব্যাপারে গ্রাম্য সালিসও হয়েছে। এক পর্যয়ে মাস দুইয়েক পূর্বে মেয়ে ছেলের বাড়িতে অবস্থান নেয়। ওই সময় গ্রাম্য সালিশের মাধ্যমে আমার উপস্থিতিতে কোট ম্যারেজ করে তাদের বিয়ে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, বুধবার সকালে ধর্ষণের মামলায় গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।