সারাদেশ

তারাগঞ্জে আঁখ ক্ষেতে সেই আলী হোসেনের লাশ

  তারাজুল ইসলামঃ 28 September 2020 , 5:02:18 প্রিন্ট সংস্করণ

তারাগঞ্জে আঁখ ক্ষেতে সেই আলী হোসেনের লাশ

 রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দিঘলটারী গ্রামের আঁখ ক্ষেত হতে চিকলী নদীতে ডুবে যাওয়া ওই আলী হোসেনের লাশ তারাগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে।
জানা গেছে, বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর গ্রামের মৃত্যু কান্দুরা মামুদের ছেলে আলী হোসেন ৪৫ গত শনিবার সকালে চিকলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
পরে অনেক খোঁজাখুঁজি করেও ওই দিন তার লাশ পাওয়া যায়নি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দিঘলটারী গ্রামের লোকজন চিকলী নদীর পাশে আঁখ ক্ষেতে আলী হোসেনের লাশ দেখতে পান। পরে পুলিশকে মুঠোফোনে বিষয়টি জানান এলাকাবাসি।
তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ আঁখ ক্ষেত থেকে লাশ উদ্ধার করেন এবং তার পরিবারের কাছে পরে হস্তান্তর করেন। তবে ওই ঘটনায় কোন মামলা হয়নি।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।