সারাদেশ

তারাগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  বঙ্গ ডেস্কঃ 28 September 2020 , 2:31:05 প্রিন্ট সংস্করণ

তারাগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

“তথ্য অধিকার সংকটে হাতিয়ার” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

সোমবার(২৮ সেপ্টেম্বর ) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা তথ্য কমিটির উপদেষ্টা আনিছুর রহমান লিটন।

 

বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, গোলাম সাইদেল কাওনাইন, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তফা জামান চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা, সমাজসেবা কর্মকর্তা জয়নাল আবেদিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ, সমবায় কর্মকর্তা শারমিন আক্তার, জনস্বাস্থ্য উপসহকারি কর্মকর্তা নাসির ইকবাল , মৎস কর্মকর্তা কামরুন নাহার,ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, রফিকুল ইসলাম, এসএম মহিউদ্দন আজম কিরণ, শিক্ষক একেএম সাইফুল ইসলাম, শিশিন চন্দ্র সরকার,উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী, এনজিও কর্মী,সাংবাদিক প্রমুখ।

বক্তারা আলোচনায় তথ্য অধিকার বিষয়ক আইনের সুষ্ঠ ব্যবহার ও নানা দিক তুলে ধরে বক্তারা আলোচনা করেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।