তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: 7 February 2021 , 6:24:02 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকালে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রথম টিকা
ভ্যাকসিন নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। এরপর উপজেলা নির্বাহি অফিসার আমিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন্নাহারসহ মোট ৯৭ জন পুরুষ ও মহিলা পর্যায়ক্রমে টিকা গ্রহন করেন।
এই সময় উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, ‘ভ্যাকসিন গ্রহণে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আতঙ্কিত না হয়ে সবার ভ্যাকসিন গ্রহণ করা প্রয়োজন। সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়, এ জন্য আমি সবার আগে ভ্যাকসিন নিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন্নাহার বলেন, আজ প্রথম দিন ৯৭ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে এরমধ্যে পুরুষ ৭৪ জন মহিলা ২৩ জন, পর্যায়ক্রমে মোট ৪ হাজার ৫০০ জনকে ভ্যাকসিন দেয়া হবে।