‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের তারাগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তারাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ওই অনুষ্ঠানের আয়োজন করে উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটি। তা বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও রাসেল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, সাবিনা ইয়াছমিন, সহকারী কমিশনার(ভ‚মি) ইলোরা ইয়াছমিন, উপজেলা কৃষি কর্মকর্তা ঊর্মি তাবাসসুম, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান, নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন, তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, ইকরচালী ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় ও সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট। অনুষ্ঠানে ভিডিও চিত্রে দেশের নানা উন্নয়নমূলক কর্মকান্ড দেখানো হয়।