রংপুর

তারাগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 28 January 2021 , 7:15:22 প্রিন্ট সংস্করণ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। সভায় জানো প্রকল্পের কার্যক্রমের পাশাপাশি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দায়িত্ব ও কার্যাবলী এবং বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক আলোচনা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি সদস্য সচিব ডাঃ শামসুন্নাহার উক্ত সভায় সঞ্চালনা করেন। ওই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ও কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, গোলাম সাইদেল কাওনাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকতার্ কর্মচারি, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম,আফজালুল হক সরকার, এসএম মহিউদ্দিন আজম কিরন, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং ইএসডিও’র জানো প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।