তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 2 December 2020 , 10:47:15 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় চুমকি খাতুন (১৮ ) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।
বুধবার (০২ ডিসেম্বর) উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বড়গোলা গ্রামে বাড়ি থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল অনুমান ৮টায় মৃত্যুঃ মুকিম উদ্দিনের কন্যা চুমকি তার শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে একদল পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় আনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ।