সারাদেশ

তারাগঞ্জ করোনা মুক্ত ঘোষনা- ফের নতুন সনাক্ত

  বঙ্গ ডেস্ক 18 July 2020 , 10:19:21 প্রিন্ট সংস্করণ

তারাগঞ্জ করোনা মুক্ত ঘোষনা- ফের নতুন সনাক্ত

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ হাইওয়ে থানা এক পুলিশ সদস্যের করোনা সনাক্ত হয়েছে।

জানা গেছে, দিনাজপুরের বিরল উপজেলার নলপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে শাহিন আলম বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। রমেকের আজ শনিবারের রিপোর্ট অনুযায়ী তিনি তিনি করোনা ভাইরাসে পজিটিভ।

শাহিন আলম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দেড় মাস পূর্বে তারাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেছি। গতকাল শুক্রবার নমুনা দিয়েছি আজ শনিবার পজেটিভ আসছে বিষয়টি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন।

তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী জানান, চলতি সময়ে উপজেলায় মোট সনাক্ত হয়েছেন ২৯ জন। তারা প্রাতিষ্ঠানিক ও হোম কোরাইনটাইনে চিকিৎসা নিয়ে বর্তমানে সবাই সুস্থ হয়েছেন এবং তারাগঞ্জ উপজেলাকে করোনা মুক্ত ঘোষনা করা হয়েছে। আজ নতুন করে হাইওয়ে থানার এক পুলিশের সদস্য করোনা সনাক্ত হয়েছে।

ওসি গোলাম কিবরিয়া জানান,শাহিন প্রায় দেড় মাস পূর্বে এই থানায় যোগদান করেছেন। তার করোনা টেষ্টের নমুনা আজ (১৮ জুলাই) পজেটিভ জেনেছি।
বর্তমানে শাহিন তার ভাড়া বাসায় বালাবাড়িতে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।

আরও খবর

Sponsered content