তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ 15 October 2020 , 5:42:08 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত বুধবার রাতে মামলা হয়। পুলিশ রাতেই ওই শিক্ষককে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া শিক্ষক হলেন পাপন মিয়া (২৭)। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাটাদুয়ার গ্রামে। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
ওই ছাত্রী এবং এজাহার সূত্রে জানা গেছে, পাপন তারাগঞ্জ উপজেলা সদরের আলমগীর হোসেনের বাসায় ভাড়া থাকতেন। মেয়েটি বাসায় গিয়ে তাঁর কাছে প্রাইভেট পড়তেন। তাঁকে বিয়ের কথা বলে পাপন একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ২৯ জুনও মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে তিনি নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে তারাগঞ্জের বাসা ছেড়ে চলে যান পাপন।
মেয়েটির বাবা গত বুধবার রাতে তারাগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ রাতেই গ্রামের বাড়ি থেকে পাপনকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মেয়েটি থানায় আসার সঙ্গে সঙ্গে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।