শিপুল ইসলাম শিকর 16 October 2020 , 8:57:57 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে সিরাজউদ্দৌলা(২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামন থেকে তাকে আটক করা হয়। সিরাজউদ্দৌলা কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ওমর আলীর ছেলে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রী তারাগঞ্জের একটি কলেজের শিক্ষার্থী। প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে সিরাজউদ্দৌলা তাকে প্রায় উত্ত্যক্ত করতেন। গত বুধবার ওই ছাত্রীর মুঠোফোনে বার্তা পাঠিয়ে সিরাজউদ্দৌলা কুপ্রস্তাব দেয়। বিষয়টি ওই ছাত্রী আজ সকাল ৮টার দিকে তারাগঞ্জ থানার পুলিশকে লিখিতভাবে জানান।
তারাগঞ্জ থানার উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে তারাগঞ্জ সোনালী ব্যাংকের সামন থেকে ওই যুবককে গ্রেপ্তার করেন।
তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।