রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের এসএসসি-২০২২ পরিক্ষার্থীদের বিদায় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর নিয়োগ প্রাপ্ত প্রভাষকদের দোয়া ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৬ জুন) বিকেল ৩টায় এসএসসি পরিক্ষর্থীদের আয়োজনে কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠ প্রঙ্গনে পরিক্ষার্থীদের বিদায় ও নিয়োগ প্রাপ্ত প্রভাষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের সভাপতি আনিছুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান, কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মামুনূর রশিদসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র-ছাত্রীরা প্রমুখ।