তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: 3 February 2021 , 4:30:31 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মিজান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মিজান উপজেলার আলমপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
তারাগঞ্জ থানার এস আই মশিউর রহমান জানান, অভিযুক্ত মিজান গত সোমবার সন্ধায় ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কিন্তু তার চিৎকারে এলাকাবাসী টের পেলে ধর্ষক মিজানকে কিশোরীর বাড়িতে হাতেনাতে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল মঙ্গলবার ওই কিশোরীর মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী শিশু
নির্যাতন দমন আইন ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকুর আলী জানান, বুধবার সকালে ধর্ষণের মামলায় গ্রেপ্তারকৃত মিজানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।