রংপুরের তারাগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি গবাদিপ্রাণী ও হাঁস মুরগির টিকা প্রদান শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী জাইকার সহযোগিতায় ওই গবাদিপ্রাণী ও হাঁস মুরগির টিকা প্রদান শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও উপজেলা পরিষদ উক্ত প্রশিক্ষণটি বাস্তবায়ন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা একেএম ফরহাদ নোমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন বায়েজিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা জাইকা প্রতিনিধি সহ ৩৫ জন খামারি উক্ত টিকা প্রদান শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।