বঙ্গ ডেস্কঃ 24 August 2020 , 10:36:19 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) দুপুর ১ টার দিকে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর বারোঘরিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ইসলাম আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় গোলাপী আক্তার ওরফে তহুরা (২২) নামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
তবে গোলাপীর এই মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে এলাকাবাসী মন্তব্য ও জল্পনাকল্পনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনার পর গৃহবধূর স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে ।
তারাগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত ) শুকুর আলী মিয়া বলেন, খবর পেয়ে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যপারে থানায় কোন অভিযোগ পাইনি তবে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।