বঙ্গ ডেস্কঃ 24 September 2020 , 1:03:21 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জ উপজেলার ছিন্নমূল মানুষের মাঝে কোভিড ১৯ পরিস্থিতিতে জরুরী খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জিকেএসের আয়োজনে এএলআরডির সহযোগীতায় ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জিকেএসের অফিসে তারাগঞ্জ-কিশোরগঞ্জ উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শতাধিক মানুষের মাঝে চাল ডাল আলু সাবান সহ ত্রাণ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন, এএলআরডির প্রতিনিধি মির্জা আজিম হায়দার,জিকেএসের পরিচালক গোলাম মেহেদী, সমন্বয়কারি বকুল ইসলাম, সাংবাদিক প্রমুখ।
কুর্শা দোলাপাড়া গ্রামের রত্না রাণী বলেন, আমরা প্রায় পাঁচ বছর যাবত জিকেএসের পরামর্শ ও ট্রেনিং নিয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বাস্তবমুখী কিছু ট্রেনিং পেয়েছি। যা সমাজের নানা কাজে সহায়ক হয়ে থাকবে।
বাহাগিলী গ্রামের চন্দনা রাণী বলেন, আমরা গ্রামের ১৭ জনের একটা মহিলা দল গঠন করেছি। সেখানে মুষ্ঠির চাল দিয়ে শুরুতে সঞ্চয় করতে থাকি। বর্তমানে সমাজের বাল্যবিবাহ রোধ সহ গরীব অসহায়দের চিকিৎসার জন্য টাকা দিয়ে পাশে দাড়িয়েছেন এই জিকেএসের নেতৃত্বে থাকা ৮ মহিলা দল। তারা আরও সরকারি বেসরকারি ট্রেনিং নিয়ে আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।