রংপুরের তারাগঞ্জে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় রবি মৌসুমে বাস্তবায়িত আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৭মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইকরচালী ইউনিয়নের ছুট লক্ষীপুর কৃষক মাঠ স্কুলে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিপ্লব হোসেন অপুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম।এছাড়াও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্তকর্তা রাসেল সরকার, ধীবা রানী রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আইয়ব আলী, সেলিনা বেগমসহ ওই অনুষ্ঠানে এলাকার অসংখ্য নারী পুরুষরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছুট লক্ষীপুর কৃষক মাঠ স্কুলের সকল সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ কৃষি ভিত্তিক চাষাবাদের উপর আধুনিকতার ছোয়া পরামর্শ সহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।