রংপুরের তারাগঞ্জে হঠাৎ ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বেশকিছু জায়গায় গাছ উপরে পড়ে গাছের ডাল ভেঙে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে।
জানা যায়, ১৪ এপ্রিল শেষ রাতে হঠাৎ ঝড়-বৃষ্টিতে ইরি-বোরো ধান, ভুট্টা, পাট, শাক-সবজি ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বোরো ধান ও ভুট্টা ক্ষেত মাটিতে নেতিয়ে পড়েছে। কোনো কোনো স্থানে ঝড়সহ শিলাবৃষ্টিও হয়েছে।
সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট জানান, তার ইউনিয়নে ঝড় ও বৃষ্টিতে ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছেন সংশ্লিষ্ট কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম বলেন, হঠাৎ ঝড় ও বৃষ্টিতে কিছুটা হলেও মাঠের ফসলের ক্ষতি হয়েছে। এই মূহূর্তে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। প্রতিবেদন পাওয়া গেলে ক্ষতির পরিমাণ বলা যাবে।