রংপুর

তারাগঞ্জে ডিউক চৌধুরী এমপিকে গণ সংবর্ধনা ও পথসভা

  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 17 December 2020 , 7:06:37 প্রিন্ট সংস্করণ

বদরগঞ্জ -তারাগঞ্জ রংপুর ২ আসনের  আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)   বিকালে হাড়িয়ারকুঠি স্কুল এন্ড কলেজ মাঠে গণ সংবর্ধনা ও পথ সভা  অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি ,বিশেষ অতিথি  তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন , বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট ,তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান , সাধারণ সম্পাদক হারুন অর -রশিদ বাবুল , মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আলী হোসেন ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন , বায়েজিদ বোস্তামী , ইউপি চেয়ারম্যান , আফজালুল হক সরকার, রফিকুল ইসলাম রফিক,   বদরগঞ্জ -তারাগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রবিউল হাসান রিপন,হাড়িয়ারকুঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন মাস্টার, সম্পাদক সাদেক আলী, ইকরচালী ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান লিংকন, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  ।
এদিকে উপজেলার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় এমপি ডিউক চৌধুরী বলেন, আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি । আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। দেশের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা অব্যাহত রাখতে মমতাময়ী দেশরত্ন প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে আমার আসনের তারাগঞ্জ উপজেলার ফেস্টুন ব্যানার ও উন্নয়ন অবকাঠামোর চিত্র পৌঁছে দিব।

আরও খবর

Sponsered content