অন্যান্য

তারাগঞ্জে দুই স্ত্রীর স্বামী কর্তৃক শিক্ষার্থী ধর্ষণ- ধর্ষক গ্রেফতার

  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 11 December 2020 , 6:50:07 প্রিন্ট সংস্করণ

রংপুরের তারাগঞ্জে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক গ্রেফতার।

পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজীপাড়া গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে প্রেমের সুত্র ধরে পার্শবতী বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট গোপালপুর আদর্শ পাড়া গ্রামের মোজাম্মেল হক মোজার ছেলে মিঠুন মিয়া( ২৮) ধর্ষণ করে।

মেয়ের বাবা অভিযোগ করে বলেন, লম্পট মিঠুনের বর্তমানে দুই স্ত্রী ও তিন সন্তান রয়েছে। চারমাস পূর্বে ভূয়া পরিচয়ে আমার মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এরই সুযোগ নিয়ে গত ৭ ডিসেম্বর গভীর রাতে ধর্ষণ করে মিঠুন। এখন রমেকে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে থানায় মামলা করেছি
আমি ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি।

তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) শুকুর আলী মিয়া বলেন, ওই ঘটনায় থানায় মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছে। পরে শেখেরহাট বাজার হতে শুক্রবার (১১ ডিসেম্বর)  সকালে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।