তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ 5 October 2020 , 10:43:31 প্রিন্ট সংস্করণ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় সমসাময়িক ধর্ষণ ঘটনা গুলোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৫ অক্টোবর) দুপুরে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে ধর্ষণের প্রতিবাদে কিশোরদের অংশগ্রহণে ওই মানববন্ধন অনুষ্টিত হয়।
সারা দেশে চলছে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের মহোৎসব । সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছড়াছড়ি। দিনে দিনে এই ধর্ষণের হার চরম বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন বয়সী তরুন ও কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে তীব্র প্রতিবাদ জানান । এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানে ধর্ষকদের প্রতি ঘৃণা নিক্ষেপ করে।
মানববন্ধনে তরুণরা বলেন, আমরা আমাদের নারী সন্তানদের সুরক্ষা চাই । পথে-ঘাটে এভাবে নির্যাতিত হলে কিভাবে নারী সমাজ সামনের দিকে এগিয়ে যাবে?
মানববন্ধনে অংশগ্রহণকারী শাহ মোহাম্মদ আরিফ বলেন, ধর্ষকদের কোন দল নেই । তারা যেই হোক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক । মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি , আমাদের মা বোনরা যেন শান্তিতে চাকুরী সহ কর্ম শেষে নিশ্চিন্তে ঘুমাতে পারেন ।
মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফরহানা আফরোজ বঙ্গনিউজ কে জানায় , নারীর সুরক্ষায় সরকার সদা সজাগ। আমরা নির্যাতিত নারীর যেকোনো আইনি সহায়তা দেয়ার চেষ্টা করি । আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যথেষ্ট সজাগ থাকতে হবে এবং নজরদারি বৃদ্ধি করতে হবে। সকলকে সোচ্চার হতে হবে অপসংস্কৃতি থেকে,তবেই বাস্তব রুপায়িত সম্ভব হবে।