রংপুরের তারাগঞ্জে বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার(১৯মে) দুপুরের উপজেলা খাদ্যগুদামে ব্রাদার্স এগ্রো ফুড লিমিটেড থেকে ৬০ মেট্রিক টন চাল কিনে এ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাসেল মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ইলোরা ইয়াছমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রইচ উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা নুর নবী, চালকল সমিতির সভাপতি আব্দুল হাই, ব্রার্দাস এগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক। এবারে ৬ হাজার ১৯৩ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ হাজার ৬৪ মেট্রিক টন বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি কেজি ধানের মূল্য ২৭ ও সিদ্ধ চালের প্রতি কেজি মূল্য ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও সিদ্ধ চার সংগ্রহ অভিযান অব্যহৃত থাকবে।