সারাদেশ

তারাগঞ্জে নছিমনে চাপা পড়ে হতাহত ৩

  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 29 October 2020 , 6:40:33 প্রিন্ট সংস্করণ

রংপুরের তারাগঞ্জে গরুবাহী নছিমন খাদে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় তারাগঞ্জের আলমপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ছেড়ে আসা গরুবাহী নসিমন (স্যালো মেশিন চালিত) এলাহির বাজার নেংটিছেড়া মোড় নামক স্থানে ওই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানান,উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামের আকালু মিয়া (৮০) রাস্তার পাশে বসে ছিলেন। ঠিক ওই সময় গরুবাহী নছিমনটি ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।
ওই ঘটনায় আহত গরু ব্যবসায়ী সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আইনুদ্দিনের ছেলে ,জামাল মাহমুদ (৬০) ও বাচ্চু মিয়া ( ৪০) কে
উদ্ধার করে এলাকাবাসী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জেনেছি তবে এ ব্যপারে থানায় কোন মামলা হয়নি।

আরও খবর

Sponsered content