রংপুর

তারাগঞ্জে পল্লীশ্রীর কর্মশালা অনুষ্ঠিত

  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 23 December 2020 , 8:05:15 প্রিন্ট সংস্করণ

রংপুরের তারাগঞ্জে পল্লীশ্রী ক্রিয়ে‌টিং স্পে‌সেস প্রক‌ল্পের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ডিসেম্বর)  সয়ার ইউপি হলরুমে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহন এবং ইতিবাচক আদর্শিক মূল্যবোধ তৈরি বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন আমরাই পারি রংপুর জোটের সভা প্রধান খন্দকার ফকরুল
আনাম বেঞ্জু,এস আই আসাদুল ইসলাম,ইউপি সচিব এনামুল হক, ইউপি সদস্য অহিদুল ইসলাম, পল্লীশ্রীর ক্রিয়ে‌টিং স্পে‌সেস্ প্রক‌ল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর
রওনক আরা হক।

উপস্থিত ছিলেন ইমাম,কাজী, ইয়ুথ দলের সদস্য, কমিউনিটি দলের সদস্য।
এসময় প্রশিক্ষণের সার্বিক পরিচালনা করেন পল্লীশ্রীর ক্রিয়ে‌টিং স্পে‌সেস্ প্রক‌ল্পের
প্রজেক্ট অ‌ফিসার লাজিনা আক্তার।

আরও খবর

Sponsered content