তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 26 November 2020 , 4:40:38 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে মৎস অফিসের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে বছর ব্যাপী পানি ও মাটির নমুনা পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার(২৬ নভেম্বর) উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বড়গোলা পাড়ায় কৃষকের দিঘীর পানি ও মাটি পরীক্ষা পূর্বক পরামর্শ এবং মৎস বিষয়ক অ্যাপস প্রদান নিমিত্বে বিশেষ মৎস সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মাছ চাষে মাটি ও পানির বিভিন্ন গুণাবলী পরীক্ষার জন্য পিএইচ অ্যামোনিয়া ইউনিয়ন ভিত্তিক পরীক্ষার কর্মসূচি হিসেবে করা হবে।
উক্ত সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা কামরুন নাহার, ক্ষেত্র সহকারী শবনম মুশতারী, স্বর্ণ কমল কুন্ডু, সেবা গ্রহণকারী মৎস্যচাষি গণমান্য ব্যক্তি প্রমুখ।