রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল থেকে দিনব্যাপী প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল অফিস প্রাঙ্গণে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম ফরহাদ নোমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক , প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ সৌদিয়া আক্তার ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুইজন শ্রেষ্ঠ ছাগল পালনকারী খামারি বুড়িরহাটের এমদাদুল হক ও বিষ্ণুপুর গ্রামের সুধা রায়কে দুটি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। আর মেলায় আগত প্রত্যেক খামারিকে দানাদার খাবার ও কৃমিনাশক দেওয়া হয়।