খলিলুর রহমান খলিলঃ 28 September 2020 , 7:22:49 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ কৃষকলীগের তারাগঞ্জ শাখার আয়োজনে দেশনেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে বাদ মাগরিব মুনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব হাফেজ কারী মোহাম্মাদ গোলাম মাওলা রাসেল ওই মাহফিলে মুনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু রতন কুমার রায়, সম্পাদক রইচ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, সদস্য গোলাম মোস্তফা, নারায়ণ চন্দ্র, মজনু মিয়া, মমতাজ উদ্দিন, ক্ষেত্র মোহন রায়, মতিয়ার রহমান সরকার, জামাতের মুসল্লি আব্দুস সাত্তার, হাফেজ আজিজুল ইসলাম, আলহাজ্ব আতিয়ার রহমান, ছকমাল হোসেন, মোজাম্মেল হক প্রমুখ।
বাংলাদেশ কৃষকলীগের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু রতন কুমার রায় বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের দোয়া মাহফিল অনুষ্ঠিত।