রংপুর

তারাগঞ্জে ফের গরু চুরি

  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি 3 December 2020 , 11:03:31 প্রিন্ট সংস্করণ

গরু চুরি goru chiro gooru

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় গোয়াল ঘরের দরজা ভেঙে গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের দোলাপাড়া গ্রামে গত বুধবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা দুটি গাভি ও একটি বছুর চুরি করে নিয়ে যায়।

বুধবার দিবাগত রাতে দোলাপাড়া গ্রামের আতিয়ার রহমান গোয়াল ঘরে গরু বাছুর রেখে ঘুমিয়ে পড়েন। ওই রাতেই চোরেরা গোয়াল ঘরের দরজা ভেঙে  ১ লাখ  ১০ হাজার টাকা মূল্যের দুটি গাভি ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়।

তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, গরু চুরির ঘটনায় আতিয়ার রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।