তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি 3 December 2020 , 11:03:31 প্রিন্ট সংস্করণ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় গোয়াল ঘরের দরজা ভেঙে গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের দোলাপাড়া গ্রামে গত বুধবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা দুটি গাভি ও একটি বছুর চুরি করে নিয়ে যায়।
বুধবার দিবাগত রাতে দোলাপাড়া গ্রামের আতিয়ার রহমান গোয়াল ঘরে গরু বাছুর রেখে ঘুমিয়ে পড়েন। ওই রাতেই চোরেরা গোয়াল ঘরের দরজা ভেঙে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের দুটি গাভি ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়।
তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, গরু চুরির ঘটনায় আতিয়ার রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।