সারাদেশ

তারাগঞ্জে বঙ্গবন্ধু যুব দিবস পালিত

  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ  1 November 2020 , 2:28:37 প্রিন্ট সংস্করণ

‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ দিবস পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপতি আতিয়ার রহমান , মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান সাইদেল কাওনাইন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, যুব উন্নয়ন অফিসার আবুল কাসেম, সাংবাদিক ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা।

যুব সমাবেশে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র ও ৫ লক্ষ ৭০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। অতঃপর করোনা বিষয়ক আলোচনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, প্রাণশক্তিতে ভরপুর আমাদের যুবসমাজ তাদের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আরও কার্যকর অবদান রাখবে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, উপজেলার যুব সমাজকে আত্মনির্ভরশীল করার ও পাশাপাশি বেকার যুবকদের কাজে লাগানোর জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।