তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি 6 December 2020 , 9:38:46 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জ বণিক সমবায় সমিতি লিমিটেডের ৩৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে সমিতির নিজ কার্যালয়ে ওই সভা অনুষ্টিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন আপান। এছাড়া এতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মহব্বত আলী, সহঃ সাধারণ সম্পাদক নির্মল সাহা , সদস্য অরুণ কুমার দে, সহিদার রহমান , শহিদুল ইসলাম , অধ্যক্ষ আব্দুল হামিদ , আব্দুর রশিদ, মানিক চন্দ্র, নুর আমিন সরকার, আব্দুর রশিদ সহ সমিতির সকল সদস্যবৃন্দ ও সাংবাদিক প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে জয়নাল আবেদীন আপান সমিতির বার্ষিক আয়-ব্যয় তুলে ধরে বলেন , একটি সমাজ পরিবর্তনের জন্য সমবায়ের বিকল্প নেই।
বর্তমান সরকার সমবায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন, জাতির জনক সাধারণ মানুষের কথা চিন্তা করে সমবায় করেছেন, আমাদেরকে সমবায় সমিতির মাধ্যমে একত্রিত থেকে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে তবেই আমাদের সমিতি এগিয়ে যাবে,আজকে সঞ্চয় করি-আমরা সমবায় উদ্যোগে দেশটাকে গরি।