রংপুরের তারাগঞ্জ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের ৮ জন কর্মকর্তার বদলী অবসর ও পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ শে) মে দুপুর ২টায় অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই বদলী অবসর ও পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় ওই কর্মকর্তাগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম, প্রাণি সম্পদ কর্মকর্তা একেএম ফরহাদ নোমান, সমাজ সেবা কর্মকতা মাহামুদুল হক, নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন, মৎস্য কর্মকর্তা কামরুন নাহার, ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, ইদ্রিস উদ্দিন, আফজালুল হক সরকার, আল ইবাদত হোসেন পাইলট, রবিউল ইসলাম রাসেল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা প্রেস-ক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।