রংপুরের তারাগঞ্জে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নীচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১শে) মে দুপুর ১২টার সময় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী জাইকার সহযোগীতায় উপজেলা পরিষদ চত্বরে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২৩ জোরা বেঞ্চ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, ইদ্রিস উদ্দিন, আফজালুল হক সরকার, আল ইবাদত হোসেন পাইলট, রবিউল ইসলাম রাসেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।