সারাদেশ

তারাগঞ্জে ভিক্ষুকদের মাঝে গাভী ও ভ্যান বিতরণ

  তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ 22 October 2020 , 3:23:56 প্রিন্ট সংস্করণ

ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচির আওতায় উপকারভোগীদের সহায়তা প্রদানের অংশ হিসাবে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভিক্ষুকের মাঝে গাভী বাছুর ও ভ্যান গাড়ি বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে  বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১০ জন্য ভিক্ষুকদের মাঝে ওই কর্মসূচির আওতায় প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা বরাদ্দে বাছুর ও ভ্যান বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম , মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান, সমাজসেবা কর্মকর্তা প্রমুখ।

দৌলতপুর গ্রামের ভিখারিনী মর্জিনা বেগম বলেন, বাবা মুই কোনদিন ভাবোং নাই উপজেলা পরিষদ থেকে গাভী ও বাছুর পাইম। আইজ মনে হওচে মুই স্বপ্ন দ্যাখেচোং। যায়  মোক গরু দিচে আল্লাহ তার ভালো করুক।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।