উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে। উপজেলার পাঁচটি ইউনিয়নের ভিক্ষুকদের তালিকা করা হয়েছে। তাদের মধ্যে নির্বাচিত আলমপুর ইউনিয়নের শহির উদ্দিন,তৈয়ব আলী, কুর্শা ইউনিয়নের নুরজাহান বেগম, জয়ন্তী বালা, ইকরচালী ইউনিয়নের আফসার আলী, বেগম বেওয়া, হাড়িয়ারকুঠি ইউনিয়নের আম্বিয়া বেগম, ফেরেজা বেগম, সয়ার ইউনিয়নের আহেনা বেগম, মোতাহার হোসেনকে গাভি পালন প্রকল্পে ৫০ হাজার ও কুর্শা ইউনিয়নের মমতাজ বেগম, গিরী বালাকে ছাগল পালন প্রকল্পে ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, ইকরচালী ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।