“ভুমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” রংপুরের তারাগঞ্জে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ (১৯মে- ২৩মে পর্যন্ত) পালিত। রোববার(২২ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে সহকারী কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও রাসেল মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বায়জিদ বোস্তামী , প্রাণী সম্পদ কর্মকর্তা একেএম ফরহাদ নোমান, জনস্বাস্থ্য ও প্রকৌশলী কর্মকর্তা নাসির ইকবাল, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সমবায় কর্মকর্তা শারমিন আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জলিল, নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, ইউপি চেয়ারম্যান, কুমারেশ রায়, ইদ্রিস উদ্দিন , মুক্তিযোদ্ধা ডাঃ আলী হোসেন, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ই সেবা সহ ভূমির সকল সেবাদানে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা তরিকুল ইসলাম, কুর্শা ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা রেহেনা পারভীন, ইকরচালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা
তাজমিলুর রহমান, হাড়িয়ারকুঠি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা গাওছুল আজম, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী, ভূমি সেবা প্রত্যাশী প্রমুখ।