খলিলুর রহমান খলিলঃ 15 December 2020 , 8:14:56 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে দশম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। আতিকুর রহমান(২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের চিলাপাক গ্রামের মোজাম্মেল হকের ছেলে আতিকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে ৪ মাস আগে তারাগঞ্জের ওই কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত সোমবার ওই মেয়ের বাবা বাড়িতে না থাকায় । মেয়েটি ঘরে একাই ছিলেন। সেই সুযোগে আতিকুর রহমান জরুরি কথা আছে বলে রাত ১২টার দিকে কিশোরীর ঘরে যান। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় মেয়েটির চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে আতিকুরকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় মেয়েটির মা মঙ্গলবার সকালে তারাগঞ্জ থানায় আতিকুর রহমানকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ( ১৫ই ডিসেম্বর) আতিকুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।