তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: 11 January 2021 , 9:17:00 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে মায়ের সাথে অভিমান করে সুজন চন্দ্র রায় নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী মন্দির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোর একই এলাকার অনিল চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৮) বলে জানা গেছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, মা কবিতা রানী রায়ের সাথে অভিমান করে সুজন। পরে কাউকে না জানিয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তারাগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।