সিরাজুল ইসলাম বিজয় 24 October 2020 , 12:23:10 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাট তারাগঞ্জ বাজার। বাজারের ভিতর গলি বন্ধ করে ও রাস্তার পাশে কেবল রয়ে গেছে নোংরা আবর্জনা ও স্তুপে ভরা ময়লার ভাগাড়। পচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রতিনিয়ত ময়লা আবর্জনার দুর্গন্ধে বিড়ম্বনায় পড়তে হচ্ছে এ সড়ক দিয়ে চলাচলরত এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষকে।
সরেজমিনে শনিবার (২৪ অক্টোবর) দেখা গেছে, তারাগঞ্জ হাট-বাজারে বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তুপ দোকানের গলি ও রাস্তার পাশে পড়ে আছে। সামান্য বৃষ্টিতে কাঁদা পানিতে মিশে চলাচলের অনুপযোগী হয়ে যায়। রাস্তার ফুটপাত দখল করে ভ্রম্যমান হকারদের দোকান গড়ে উঠেছে। বাজারে রাস্তার উপরে ময়লার স্তুপের পাশে কাঁচা মালের দোকান বসিয়ে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। এতে করে ময়লার দুগর্ন্ধে ক্রেতা পথচারী ও ব্যবসায়ীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
কাপড় ব্যবসায়ী সামশুল হোসেন বলেন, দোকানের পাশোত ময়লার ভাগাড়। দোকান তো মোড় চলেই না। ময়লার দুর্গন্দের কারণে দোকানে লোকজনও আইসে না। প্রত্যেক মাসে ব্যবসাত মোড় লোকসান হওচে। মাঝে মধ্যে মনে হওচে কাপড়ের ব্যবসা না করি অন্য কিছু করি খাং।
তারাগঞ্জ বাজারের চা ব্যবসায়ী মিনাল কান্তী বলেন, ময়লার এত গোন্দ। এই গোন্দত কুত্তাও থাইকপ্যার পারে না, মানুষ থাকপে কি করে। এই খানে চায়ের দোকানটা দিয়া মুই বড় বিপদে পরচুং। কাস্টমার আইসে না, ময়লার গন্দে। এই ময়লার কারণে ব্যবসায় মোড় ধস নামি গেইছে।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা বিষয়টি আমি জেনেছি এটি খুবেই গুরুত্বপূর্ণ। হাট ইজারাদারকে খুব দ্রুত ময়লার স্তুপ পরিস্কার করার জন্য বলা হয়েছে।