বঙ্গ ডেস্কঃ 26 July 2020 , 9:32:48 প্রিন্ট সংস্করণ
দিন মজুর ও খেটে খাওয়া মানুষের চলাচলের রাস্তায় পাকা ঘর নির্মাণ ভোগান্তিতে শতাধিক পরিবার।
জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নে জর্দ্দিপাড়া গ্রামে আমাশু মামুদের ছেলে জাহিনুর ইসলাম দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে শতাধিক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে গতকাল শনিবার (২৬ জুলাই) পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।
ওই এলাকার বসবাসকারি লোকজন অভিযোগ করে বলেন, দেশের এই চলতি সংকটময় সময়ে নানা জটিলতার সৃষ্টি কারি জাহিনুর। তার বিরুদ্ধে একাধিক সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্য়কলাপেরও অভিযোগ রয়েছে। এই মূহুর্তে স্থানীয় প্রশাসনের কাছে জাহিনুরের কঠোর শাস্তি দাবি করছি।
ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমাকে অবগত করেছেন স্থানীয় লোকজন। ব্যাপারটি একেবারেই ভিন্ন, কয়েকটি পরিবারকে জিম্মি করার জনেই জাহিনুর এমনটা করছে। তবে এলাকাবাসির ভোগান্তির দায় তাকেই নিতে হবে।
কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার বলেন, আমি ওই জাহিনুরের বিভিন্ন নালিশ ও শালিস একাধিক পেয়েছি। তার সকল অপকর্মের জন্য আইনগত ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এসআই কামাল হোসেন বলেন, আদালতের আইন অমান্য করে জাহিনুর অবৈধভাবে ঘর নির্মাণ সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ পেয়েছি। করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলেই আইনগত সঠিক ব্যবস্থা নেয়া হবে।