তারাগঞ্জ রংপুর প্রতিনিধি: 20 January 2021 , 2:53:02 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে রেনেসাঁ সংসদ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে প্রবাসী মোস্তাফিজার রহমান রুবেল এর সহযোগিতায় ৩৫ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ২০ শে জনুয়ারি উপজেলার ৫ টি ইউনিয়নের গরীব অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন রেনেসাঁ সংসদ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল রহমান, সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক খোলা কাগজের তারাগঞ্জ প্রতিনিধি বিপ্লব হোসেন অপু, সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক ভোরের কাগজের তারাগঞ্জ প্রতিনিধি সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ ও/এ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লায়লা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রবাসী মোস্তাফিজার রহমান রুবেল বলেন, তারাগঞ্জ উপজেলার গরীব অসহায় দুস্থ মানুষ এই করোনা কালীন সময়ে প্রচন্ড শীত ও ঠান্ডায় শান্তিতে যেন ঘুমাতে পারে সেজন্য নিজস্ব অর্থায়নে প্রথম ধাপে ৩৫ টি পরিবারকে কম্বল বিতরণ করা হলো। এরপর পর্যায়ক্রমে আরো পাঁচশত পরিবারকে কম্বল বিতরণ করা হবে।