খলিলুর রহমান খলিলঃ 15 December 2020 , 3:24:46 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে র্যাবের অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই সময় তাদের কাছ থেকে ৫১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ ডিসেম্বর) রাতে তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব। এসময় ৫১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শাহীন ও মোরশেদুলকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সয়ার ইউনিয়নের ফরিদাবাদ খান বাড়ি গ্রামের কান্দু মাহামুদের ছেলে শাহীন মিয়া (৩০) ও সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মোরশেদুল ইসলাম(৩২)।
তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, শাহীন মোরশেদুল দীর্ঘদিন থেকে রংপুরের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। রাতে র্যাব১৩ গোপন সংবাদের ভিত্তিতে খিয়ারজুম্মা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। পরে এবিষয়ে তারাগঞ্জ থানায় মাদক আইনে র্যাব ১৩ বাদী হয়ে মামলা করেন। আজ মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।