তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ 10 October 2020 , 7:34:45 প্রিন্ট সংস্করণ
‘ বোন তোমার ভয় নাই, তোমার ভাই মরে নাই’, স্লোগানকে সামনে রেখে পল্লীশ্রী’র সহযোগীতায় ওই মানববন্ধন অনুষ্টিত হয়।
সমসাময়িক ধর্ষণের বিরুদ্ধে ও কারমাইকেল কলেজের ছাত্রী বদরগঞ্জের উপজেলার রুখিয়া রাউতকে গণধর্ষণের পর হত্যার বিরুদ্ধে শনিবার রংপুরের তারাগঞ্জ নতুন চৌপথিতে দুপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই মানববন্ধনে শাহ মোহাম্মদ আরিফ, আল-আমিন আকাশ, মোছাঃ লাজিনা আক্তার সহ বিভিন্ন শিক্ষার্থী বক্তব্য দেন। ধর্ষক কোন সংগঠনের হতে পারে নাহ।
আরিফ বলেন,আমার বোন রুখিয়া রাউতকে যারা এইভাবে গণধর্ষণের পর হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।
আল-আমিন আকাশ বলেন- ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং দেশের নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে আহ্বান জানাই।