রংপুরের তারাগঞ্জে গত বুধবার শিলাবৃষ্টিতে সয়ার ও কুর্শা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সয়ার, কুর্শা ইউনিয়নসহ উপজেলার বেশ কিছ স্থানে শিলাবৃষ্টিতে ধান, পাট, মরিচ ও সবজিসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ২নং কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়া, রহিমাপুর, হাজিপাড়া, পলাশবাড়ি, জয়বাংলা, জোতপাড়া, বারাপুর, বৈদ্যনাথপুর গ্রামে শিলাবৃষ্টি হয়েছে বেশি। কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক শিলাবৃষ্টির বিষয়টি নিশ্চিত করেছেন।