অন্যান্য

তারাগঞ্জে শিশুকে যৌন নিপীড়ন গ্রেফতার ১

  তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ 18 October 2020 , 3:26:06 প্রিন্ট সংস্করণ

ধর্ষণ Rape নারীধর্ষণ বলাত্কার আপত্তিজনক chaild abuse শিশু

আট বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের মামলায় পুলিশ রংপুরের তারাগঞ্জে একজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, গত শনিবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের হাড়িকাটা গ্রামের আব্দুল হামিদ (৫৮) আট বছরের শিশুকে
যৌন নিপীড়ন করে। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

ওসি ইসমাইল হোসেন বলেন, বিষয়টি খুবেই দুঃখ জনক, তবে অভিযোগের পরেই আসামীকে গ্রেফতার করে গতকাল রোববার
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।